মেঘ বিদায়ের দিন উপন্যাসের প্রধান অনুষঙ্গ মাদকতা। মাদক গ্রহণের ফলে তরুণ প্রজন্ম কীভাবে নিজে শেষ হচ্ছে এবং পাশাপাশি সহপাঠিদের সৃজনশীলতাকে বিনষ্ট করছে। পরিবার সমাজ ও রাষ্ট্র অনেক হুমকীর সম্মুখীন। কারণ সর্বস্তরে মাদকব্যধি ছড়িয়ে যাচ্ছে। তরুণদের ধরে রাখা দুরুহ। তাদের সৃজনক্ষমতা হারিয়ে মানসিক বিকারগস্ত। সুন্দর চিন্তা ও ধ্যানের জগৎ থেকে বহুদূরে। তরুণদের হাতে আগামীর পথ ও নির্দেশিকা। তাদের শৃঙ্খলপথে ধাবমান করা না গেলে বড়ো ক্ষয় এবং বিপর্যয় সম্মুখে দন্ডায়মান। .
উপন্যাসে মাদককে সবুজ ব্যাধি ধরে ক্লিন ইমেজ তৈরি ও সুন্দর মনোজগৎ সৃষ্টি দেখানো হয়েছে। গ্রাম ও শহর, অর্থ ও সম্পদ মানুষকে কতটা উন্নাসিক করে তোলে তা চারিত্রিক সংলাপে প্রকাশিত ও বিশ্লেষিত। সর্বপরি দেশ ও সম্প্রীতি রক্ষায় মাদককে না বলার স্পষ্ট বয়ান মেঘ বিদায়ের দিন উপন্যাসে অনুলিখিত।.
মেঘ বিদায়ের দিন.
(উপন্যাস) .
লেখক : শাহমুব জুয়েল.
প্রকাশক: তাম্রলিপি .
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন .
মূল্য: পাঁচশত টাকা মাত্র.
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা- ২০২২.
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: